শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

জ্বালানি তেলের দাম বাড়িয়ে যে ব্যাখ্যা দিলো সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০১:৩১ এএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম বাড়িয়ে যে ব্যাখ্যা দিলো সরকার
ছবি: সংগৃহীত

দিন তারিখ না বললেও যেকোনো দিন জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে এমন ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তবে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতে হঠাৎ করেই সবধরনের জ্বালানি তেলের অস্বাভাবিক দামবৃদ্ধির ঘোষণা দেয় সরকার। 

এনিয়ে জনসাধারণের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও সরকার দামবৃদ্ধির জন্য একাধিক যুক্তি তুলে ধরেছে তাদের ঘোষণার মধ্যে। 


বিজ্ঞাপন


শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ার কারণ ব্যাখ্যায় জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিগত ছয় মাসে (ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত) জ্বালানি তেল বিক্রিতে ৮ হাজার ১৪ কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বিবৃতিতে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে বলা হয়, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যত দিন সম্ভব ছিল, তত দিন সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চিন্তা করেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরূপায় হয়েই দাম কিছুটা সমন্বয়ে যেতে হচ্ছে।

প্রতিমন্ত্রীর আরও বলেছেন, ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করা হবে।

জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেশে দাম কম থাকায় তেল পাচারের আশঙ্কার কথাও উল্লেখ করেছে। 


বিজ্ঞাপন


যদিও এত দাম বাড়ানো তাদের চিন্তার বাইরে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আরও সহনীয় করার পরামর্শ দিয়েছেন তারা। 

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর