সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজপথে নামছে জাপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজপথে নামছে জাপা
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (৭ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ওই কর্মসূচি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (৮ আগস্ট) বিকেল ৩টায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: জ্বালানির দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার দাবি রওশন এরশাদের

এছাড়া পরদিন মঙ্গলবার (৯ আগস্ট) সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ছাড়াও সকল ইউনিটের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর