জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবরে রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প বন্ধ করে রেখেছে মালিকপক্ষ।
শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর প্রচারের পর রাজধানীজুড়ে এই চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজধানীর আসাদগেট এলাকায় অবস্থিত মেসার্স তালুকদার ফিলিং স্টেশন ও মেসার্স সোনার বাংলা ফিলিংস স্টেশন বন্ধ রাখা হয়েছে। এছাড়া রাজধানীর মৎস্য ভবন এলাকার একটি পেট্রোল পাম্পও বন্ধ রাখা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে তেলের মূল্যবৃদ্ধির পর থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করতে দেখা গেছে বাইক চালকদের। তারা অভিযোগ করছে— জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবরে পাম্প বন্ধ করে রেখেছে মালিকপক্ষ। এছাড়া সিন্ডিকেট তৈরির উদ্দেশ্যে কর্তৃপক্ষ রাত ১২টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে পারে বলেও অভিযোগ বাইক চালকদের।
তবে স্টেশন মালিকরা বলছে ভিন্ন কথা। তারা বলছেন— আনলোড করার জন্যই স্টেশন বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী— ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ৩৪ টাকা বেড়ে হয়েছে ১১৪ টাকা, অকটেন লিটারপ্রতি ৪৬ টাকা বেড়ে হয়েছে ১৩৫ টাকা এবং পেট্রোল প্রতিলিটারে ৪৪ টাকা বেড়ে হয়েছে ১৩০ টাকা।
বিজ্ঞাপন
এইউ













































































