সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

জানাজা

জানাজা বা জানাযা একটি বিশেষ প্রার্থনা যা কোনো মৃত মুসলমানকে কবর দেওয়ার আগে করা হয়। একে জানাজার নামাজও বলা হয়। এটি ফরযে কেফায়া বা সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব। জানাজা শেষে মৃত ব্যক্তিকে গোরস্থানে নিয়ে দাফন করতে হয়। মৃতকে গোসল দেওয়া ফরজে কেফায়াহ। মৃতকে দাফনের আগে যে কাপড় পরানো হয় তা কাফন।

শেয়ার করুন: