বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনে শূন্যতা নিয়ে নেত্রীকে শেষ বিদায়ে অপেক্ষায় নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

Dhakamail
কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ। ছবি: ঢাকা মেইল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিতে মনে গভীর শূন্যতা নিয়ে প্রহর গুনছেন নেতাকর্মীরা। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর সংসদ এলাকায় জড়ো হতে থাকেন দলটি নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। এসময় তাদের চোখে স্পষ্ট দেখা যায় বিষন্নতা।

সরজমিনে দেখা যায়, রাজধানীর আশপাশের জেলাসহ সারাদেশ থেকে এসেন নেতাকর্মী। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল ও ছোট ছোট দলে এসে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন। এসময় কারো মাথা কালো ফিতা, কারো হাতে দলীয় পতাকা। তবে নেই কোনো স্লোগান-এ এক অন্য রকম নিস্তব্ধতা নিয়ে অপেক্ষা করছেন দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য।


বিজ্ঞাপন


khaleda-janaja

গাজীপুর থেকে আসা আবদুল করীম জানান, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় রাজনৈতিক কারণে ঘরে থাকতে পারিনি। নেত্রীকে ভালোবেসে কোনো সমঝোতায় যাইনি। জেল খেটেছি বহুবার। এখন যখন তাঁর হাত ধরে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবো, সে সময় তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বিদায় বেলায় যদি তাকে একবার দেখতে পেতাম, সে আশা নিয়ে এখানে আসা।

বগুড়ার বাসিন্দা মোখলেছুর। তিনিও এসেছেন তাদের প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে। তিনি বলেন, ‘আমরা বগুড়াবাসী সারাজীবন বেগম জিয়াকে আমাদের প্রধানমন্ত্রী মেনে চলেছি। এখনও মানব, তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলো এবং থাকবে আজীবন।’ এসময় তার চোখে বিষণ্নতা লক্ষ্য করা যায়।


বিজ্ঞাপন


রিকশা চালক মাজেদ। তিনি নিজের রিকশা নিয়ে এসেছেন। বয়স ৫০-৫৫ হবে। অপেক্ষা করছেন জানাজার জন্য। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আমি আমরা বোনের মতো ভালোবাসি। কোনোদিন তাকে বলতে পারব না জানি। তবুও ভালোবাসি। এজন্য তাঁর জানাজায় এসেছি।’ 

608636364_1978081116085817_1824197524398976721_n

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায়, জেল-জুলুম করে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেন শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসনের দেহের গুরুত্বপূর্ণ সব অঙ্গ নষ্ট হয়ে যায়। অবশেষে মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্তমানে খালেদা জিয়ার মরদেহ রয়েছে তার দীর্ঘদিনের ঠিকানা বাসভবন ফিরোজায়। নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে জানাজার পর তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর