মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এভারকেয়ার হাসপাতালে কঠোর নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম

শেয়ার করুন:

evarcare hospital
এভারকেয়ার হাসপাতালে কঠোর নিরাপত্তা জোরদার। ছবি: ঢাকা মেইল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই হাসপাতালের সামনে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের প্রধান ফটক ও আশপাশের সড়কে ব্যারিকেড দেওয়া হয়। হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশে কড়াকড়ি নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিজ্ঞাপন


এভারকেয়ার হাসপাতালের সামনে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বামীর কবরের পাশে সমাহিত হতে পারেন খালেদা জিয়া

নেতাকর্মীদের একটি অংশ হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যারিকেডের বাইরে অবস্থান নিতে অনুরোধ জানায়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হাসপাতাল সংলগ্ন সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকা ছাড়াও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে নিরাপত্তা জোরদারের কারণে সাধারণ রোগী ও দর্শনার্থীদের চলাচলেও কিছুটা সীমাবদ্ধতা দেখা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।


বিজ্ঞাপন


এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর