সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও বিপণিবিতান বন্ধ দেখা গেছে। শোক ও শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন । তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও দেশমাতৃকার সাহসী কণ্ঠস্বর।
বিজ্ঞাপন
সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানানো হয়।
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং নীরবতা পালনের কর্মসূচি পালন করা হচ্ছে। সরকার এরই মধ্যে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সারাদেশে শোক, শ্রদ্ধা ও নীরবতার আবহ বিরাজ করছে। দোকানপাট বন্ধ, দোয়া মাহফিল ও শোক কর্মসূচির মধ্য দিয়ে মানুষ শেষবারের মতো এই রাজনৈতিক নেত্রীকে সম্মান জানাচ্ছেন।
এমআর/এমআই










































































































































