মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার ইন্তেকালে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

khaleda
খালেদা জিয়ার ইন্তেকালে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন স্থগিত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক খুদে বার্তায় এই স্থগিতের তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রেক্ষিতে সম্মিলিত ইসলাম ব্যাংকের কার্যক্রম বিষয়ে আজ (৩০ ডিসেম্বার) বিকাল ৫.০০ টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন টি বাতিল করা হলো।

এ বিষয়ে একটি প্রেস রিলিজ প্রদান করা হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

এরআগে খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এই তথ্য জানান।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর