মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে জবি শিক্ষক সমিতির শোক

জবি প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে জবি শিক্ষক সমিতির শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জবি শিক্ষক সমিতির শোক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ লিখিত বার্তায় এ গভীর শোক জানানো হয়।


বিজ্ঞাপন


শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক চরম সংকটকালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের হাল ধরেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতির বিকাশে তাঁর আপসহীন সংগ্রাম ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ ও জাতীয় অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।"

শিক্ষক সমিতি আরও উল্লেখ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম রূপকার ও স্বপ্নদ্রষ্টা। তাঁর হাত ধরেই তৎকালীন জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, যা দেশের উচ্চশিক্ষা প্রসারে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বীকৃত।

এ সময় বাংলাদেশের রাজনীতি, নাগরিক অধিকার রক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শিক্ষক সমিতি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।


বিজ্ঞাপন


এআর/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর