মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না বলেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর আসবে না। তিনি সকল সময় দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে সারা দেশের মানুষ খালেদা জিয়াকে মনে রাখবে। আজ একজন আপোষহীন নক্ষত্রের বিদায় হলো। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।

 

বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত‍্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর