মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

‘খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল’
এভারকেয়ার হাসপাতালের সামনে আবদুল্লাহ হোসেন। ছবি: ঢাকা মেইল

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েক বছর ধরে বসবাস করেন ২৫ বছর বয়সী যুবক আবদুল্লাহ হোসেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। একটি কোম্পানিতে কর্মী হিসেবে কাজ করছেন তিনি। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবরটি শোনার পর তার হার্ট এ্যাটাকের মতো অবস্থা হয়েছিল বলে দাবি তার। 

আবদুল্লাহ জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে প্রায় পাঁচ মিনিট তিনি নিস্তব্ধ ছিলেন। কোনো কথা বলতে পারেননি। এরপর দেরি না করে দ্রুত ছুটে যান এভারকেয়ার হাসপাতালের সামনে। সেখানকার পরিস্থিতি দেখে এবং লোকজনের সঙ্গে কথা বলে তিনি খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হন। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে সামনে ঢাকা মেইলকে কথাগুলো বলছিলেন আবদুল্লাহ। 

1000094484
খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড়। ছবি: ঢাকা মেইল

 

খালেদা জিয়া রক্তের সম্পর্কের কেউ না হলেও হার্ট অ্যাটাকের মতো অবস্থা কেন হলো জানতে চাইলে আবদুল্লাহ বলেন, খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি শুধু আমার নন, আপামর জনতার কাছে একজন প্রিয় নেত্রী। 


বিজ্ঞাপন


আবদুল্লাহ বলেন, হাসপাতালের সামনে হাজির হয়ে আমি দেখতে পাই মানুষ হু হু করে কাঁদছে। চোখের পানি যে শুধু আমি ফেলেছি, এমন নয়। এখানে আসা শত শত মানুষ চোখের পানি ফেলেছেন খালেদা জিয়ার জন্য। তিনি আমার পারিবারিক কেউ নন। কিন্তু তবুও তার জন্য কেন আমার মন কেঁদে উঠলো আমি নিজেও জানি না। 

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান আবদুল্লাহ। সবার উদ্দেশে বলেন, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন। 

আবদুল্লাহ বলেন, খালেদা জিয়ার জন্য আজ সব মতের লোকজন কাঁদছে। আর আরেকজন বিদেশে বসে আছেন। তাকে মানুষ আজ ঘৃণা করছে। এই হলো ইতিহাস।

শুধু আবদুল্লাহ নন, তার মতো আরো অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে। ভিড় করছেন বসুন্ধরায় থাকা এভারকেয়ার হাসপাতালের সামনে। 

বাড্ডা থেকে এসেছেন হালিম সরকার। পেশায় একজন মুদী দোকানদার। তিনি বলেন, আমি খালেদা জিয়ার মৃত্যুর খবরটা শুনে আর স্থির থাকতে পারিনি। দ্রুত দোকান বন্ধ করে চলে আসছি। বৌকে বলছি আজ শোকের দিন, ঘরে বসে থাকার দিন নয়। 

এমআইকে/এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর