মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাসদের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম

শেয়ার করুন:

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাসদের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বরেণ্য রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় শোক জানানো হয়।


বিজ্ঞাপন


জাসদ জানায়, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেত্রী প্রবীণ রাজনীতিক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার,  বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে দলটি।

জাসদের শোক বিবৃতিতে বলা হয়, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণঅভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর