মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আল্লাহ, খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

Khaleda azhari
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। এই শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশবরেণ্য ও জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।


বিজ্ঞাপন


Screenshot_2025-12-30_135531

মাওলানা আজহারি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে মরহুমার ভুলত্রুটি ক্ষমা, ভালো কাজ কবুল এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানান। তার এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী দোয়াটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।’

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার মহাপ্রয়াণের সংবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর