মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটের আগে খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ওসমান হাদির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

khaleda
খালেদা জিয়া ও ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ইচ্ছা ছিল নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন। কিন্তু দোয়া নেওয়া বা দেওয়া হলো না কারোরই। দুজনই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন 'বাংলাদেশের বেগম জিয়া' বলে।


বিজ্ঞাপন


জুমা আরও লেখেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিল, নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নেবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক উপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

জুমা লেখেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কী এমন দুর্ভোগ নেমে আসছে জানি না, যার জন্য আল্লাহ সব আপসহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক।

শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।

এম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর