বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরপুর সড়ক পরিহার করে বিকল্প পথে যাওয়ার অনুরোধ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

D

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য সাধারণ মানুষ ও যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। 

একই সঙ্গে রাস্তায় অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীও বারবার মাইকে ও সরাসরি অনুরোধ জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানাচ্ছে।


বিজ্ঞাপন


বুধবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, জানাজাকে কেন্দ্র করে যানজট ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে কোনো গাড়ি যেন মিরপুর সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না যায়। নির্ধারিত রুট ও বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এসএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশপথে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। জানাজাকে কেন্দ্র করে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই পথ দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরকারি নির্দেশনার পাশাপাশি রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা পথচারী ও চালকদের বারবার সতর্ক করছেন। মিরপুর সড়ক, বিজয় সরণি ও আশপাশের এলাকায় মাইকে ঘোষণা দিয়ে জানানো হচ্ছে, জানাজাস্থলের দিকে যাওয়ার জন্য নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো রুট ব্যবহার না করতে।


বিজ্ঞাপন


দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।

এএইচ/এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর