বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জানাজাস্থলে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে চলছে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

H
মানিক মিয়া অ্যাভিনিউতে নিরাপত্তা দিতে হাজির সেনাবাহিনীও। ছবি- ঢাকা মেইল

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ঘুরে এ চিত্র চোখে পড়ে। 


বিজ্ঞাপন


গুলশানে-২ এ তারেক রহমানের বাসায় থেকে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি পৌঁছাবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেকানে হবে জানাজা। এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সংসদ ভবন এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের চারপাশ ও প্রধান সংযোগ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব, পুলিশ, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের করা হচ্ছে তল্লাশি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকা কয়েকটি নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে। জানাজাস্থলের আশপাশে স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা। আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

H2


বিজ্ঞাপন


এদিকে জানাজা উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় প্রয়োজন ছাড়া যানবাহন প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালক ও যাত্রীদের অনুরোধ জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় আগত সবাইকে শান্ত ও শৃঙ্খলাপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ব্যাগ, সন্দেহজনক বস্তু নিয়ে না আসার অনুরোধও করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জরুরি চিকিৎসা সেবা ও ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউতে এরইমধ্যে শত শত মানুষ জড়ো হয়েছে। সেখানে বেগম জিয়ার জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর