বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মানুষের জনস্রোত চলমান থাকা সময় পেছানো হয়। জানাজায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বিজ্ঞাপন
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার উদ্দেশে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। সেখানে খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
এসএইচ/ক.ম













































































































































