মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে: শিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

Shibir dhakamail
বেগম খালেদা জিয়া ও ছাত্রশিবিরের লোগো। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির নেতারা বলেছেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব ও নীতিগত দৃঢ়তার মাধ্যমে তিনি বারবার জাতিকে অনুপ্রাণিত করেছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


বিজ্ঞাপন


নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিহিংসা ও কারাবাস সত্ত্বেও নীতিগত অবস্থান থেকে কখনো সরে না যাওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে বিরল। তাঁর দৃঢ়তা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

টিএই/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর