মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামীর কবরের পাশে সমাহিত হতে পারেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

KHALEDA
স্বামীর কবরের পাশে সমাহিত হতে পারেন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে পাড়ি জমিয়েছেন পরপারের উদ্দেশে। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের আবহ বিরাজ করছে।

এখন পর্যন্ত তার জানাজা ও দাফন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও সাংবাদিকদের সেই ইঙ্গিত দিয়েছেন।


বিজ্ঞাপন


জানাজা ও দাফন আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে জানা গেছে।

সাবেক প্রধানমন্ত্রীর শেষ বিদায় জানানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। সাড়ে দশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থাকবেন।

দলের পক্ষ থেকে সাত দিনের শোকের কর্মসূচি নেওয়া হয়েছে।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর