বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কারওয়ান বাজারে বেরিকেট, মানিক মিয়া অভিমুখী জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

karwan
কারওয়ান বাজারে বেরিকেট। ছবি: ঢাকা মেইল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজারে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বেরিকেট দেওয়া হয়েছে। তবে এই বেরিকেটে বন্ধ রাখা হয়েছে শুধু যান চলাচল। মানুষের চলাচলে কোনো বাধা নেই। ফলে বাস, প্রাইভেটকার কিংবা মোটরসাইকেল থেমে থাকলেও থেমে নেই মানুষের ঢল। হাজারো মানুষ হেঁটে হেঁটে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

হেঁটেই শেষ বিদায়ে

সকাল থেকেই কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বাংলামোটর ও আশপাশের এলাকা জুড়ে দেখা গেছে মানুষের দীর্ঘ মিছিল। কেউ একা, কেউ দলবেঁধে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে হেঁটে যাচ্ছেন জানাজাস্থলের দিকে। অনেকে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন পায়ে হেঁটে—কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা, আবার কেউ নীরবে চোখের পানি মুছছেন।

দীর্ঘ হাঁটা কিংবা ক্লান্তি—কোনোটাই যেন মানুষের আবেগকে থামাতে পারেনি। অনেকেই বলছেন, ‘পরিবহন বন্ধ থাকলেও নেত্রীকে শেষ বিদায় জানাতে হাঁটতে আপত্তি নেই।’


বিজ্ঞাপন


Kar2

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই ঢাকায় আসছেন। কেউ ট্রেনে, কেউ বাসে করে ঢাকার কাছাকাছি এসে এরপর হেঁটে রওনা হয়েছেন। অনেকে রাতেই ঢাকায় পৌঁছেছেন, কেউ কেউ ভোর থেকে রাস্তায় নেমেছেন।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশ নিচ্ছেন। শেষবারের মতো নেত্রীকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় মানিক মিয়া এভিনিউ এলাকায় জনসমাগম ক্রমেই বাড়ছে।

জনসমাগম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে নির্দিষ্ট কিছু পয়েন্টে পরিবহন চলাচল বন্ধ রেখে ডাইভারশন দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ আরও জানায়, জানাজা শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে এবং সাধারণ মানুষকে ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে।

পরিবহন থেমে থাকলেও মানুষের আবেগ থেমে নেই। কারওয়ান বাজার থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত হেঁটে যাওয়া এই মানুষের ঢল যেন ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকল—এক নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসার নীরব সাক্ষ্য হয়ে।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর