বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার নিকটবর্তী উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় তরিকুলের এক পা দুর্ঘটনায় ভেঙে গেছে। সেই পা নিয়ে তিনি জানাজায় অংশ নিতে এসেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে তার সাথে কথা হচ্ছিল।
বিজ্ঞাপন

তরিকুল বলেন, ‘তাকে (খালেদা জিয়াকে) ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।’
তার সঙ্গে কথা বলে জানা গেছে, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি আসনে। তিনি (মির্জা ফখরুল) তার প্রতিবেশী বলে জানান।
বিজ্ঞাপন
তরিকুল আরও জানায়, গতকাল খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন তিনি (তরিকুল) জানাজায় অংশ নেবেন। সেই ইচ্ছে অনুযায়ী সকালে বের হয়েছেন। সকাল ৯টার পরে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান দশটায়। এরপর সেখান থেকে হেঁটে আসছেন তিনি।
তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকে স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তিনি কোথায় যাবেন? স্ক্র্যাচে ভর দিয়ে তার গন্তব্য জাতীয় সংসদ ভবনের সামনে।
তবে শীতের এই সকালে এতো কষ্ট করে সাভার থেকে ভাঙা পা নিয়ে আসাটা ঠিক হয়নি বলে অনেকে মনে করছেন। পথে কেউ কেউ তাকে নিষেধও করেন সাভারে ফিরে যাওয়ার জন্য। কিন্তু তিনি কারো কথা শোনেন নাই। সকলের কথা তোয়াক্কা না করে তিনি এসেছেন জানাজায় অংশ নিতে।
এমআইকে/এমআই




































































































































