মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও কোরআন খতম, শোকে স্তব্ধ ফেনীবাসী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও কোরআন খতম শোকে স্তব্ধ ফেনীবাসী

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফেনীতেও শোকে স্তব্ধ হয়ে উঠেন দলীয় নেতাকর্মী ও খালেদা জিয়ার স্বজনরা। খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর ইস্কান্দার মজুমদার বাড়িতে নেমে আসে শোকের আবহ। মৃত্যুর খবর পেয়ে খালেদা জিয়ার আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে আসে মজুমদার বাড়িতে। খালেদা জিয়ার সঙ্গে থাকা স্মৃতি মনে করে হাউমাউ করে কেঁদে উঠেন অনেকেই। দিনভর শোকাবহ মানুষের পদচারণায় নিরবতা ভেঙে দোয়া ও কোরআন খতমে অংশ নেন জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীরা।

thumbnail_20251230_171004


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল বেলায় দারুচ্ছুন্নাত হিফজুল কোরআন মাদরাসার ছাত্র শিক্ষকরা কোরআন খতম করার পর বাদ আসর পুনরায় কোরআন খতম করেন। নামাজের পর মুসল্লিদের নিয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার বলেন, সারা জীবন আমার বোন এদেশের মানুষের জন্য কাজ করেছেন। নানাভাবে জুলুম নির্যাতনে শিকার হওয়ার পরও তিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচন করে প্রতিবার বিপুল ভোটে জয় লাভ করেন। তিনি ৩ বার প্রধানমন্ত্রী ও ১ বার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। ফেনীর প্রতিটি মানুষের হৃদয়ে খালেদা জিয়ার নাম লিখা রয়েছে। তার মৃত্যুতে শুধু ফেনী নয়, সারা দেশ শোকাবহ।  


বিজ্ঞাপন


thumbnail_20251230_141615

সদস্য সচিব আবুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভুঁইয়া টিপু বলেন, খালেদা জিয়ার মতো অভিভাবক আর কখনও পাওয়া যাবে না। তার রাজনৈতিক শিক্ষা ও আদর্শ দেশের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর