সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীতে নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয় কোরআন খতম। এতে দলের নেতাকর্মীরাসহ স্থানীয় এতিমখানার শিশুরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত অনেক নেতাকর্মী খালেদা জিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পরেন। বিকেলে জেলা পর্যায়ে শোকসভা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
এদিকে, জেলার ৮টি উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চলছে কোরআন খতম।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, আমাদের মাঝ থেকে আমাদের নেত্রী হারিয়ে গিয়েছেন, আমরা যে আজকে কি হারিয়েছি সেটি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আমরা আজ সবাই শোকাহত। আমাদের অনেক নেতাকর্মী আজ কান্নায় ভেঙে পড়েছেন। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সাতদিনের শোক পালন করছি। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নেতাকর্মীরা কালব্যাজ ধারণ করেছেন।
বিজ্ঞাপন
কান্নাজড়িত কণ্ঠে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, আমরা আজ আমাদের মাকে হারিয়েছি। তিনিই একমাত্র আপসহীন নেত্রী ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন তিনি সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই শোক আমরা সইতে পারছি না। দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা নানা কর্মসূচি পালন করছি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বেগম খালেদা জিয়া লিভার, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, চলতি বছর ৭ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি ঘটে। তিনি দেশে ফিরে আসেন। তবে বয়স প্রতিকূল থাকায় এবং নানাবিধ রোগের জটিলতার কারণে তিনি প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন।
সর্বশেষ গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। দেশবাসীর প্রত্যাশা ছিল, তিনি পূর্বের মতো এবারও কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে চিরদিনের মতো না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রতিনিধি/টিবি



































































