বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক ও সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ শোক জানান।
বিজ্ঞাপন

নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি আল্লাহ যেন তাঁর পরিবারকে দান করেন।’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।’
বিজ্ঞাপন
এমআই















































