মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

‎বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সেই জায়গাটি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শনে যান উপদেষ্টা। 

স্বরাষ্ট্র উপদেষ্টা কবরস্থান এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একপর্যায়ে সঙ্গে আসা কর্মকর্তাদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন উপদেষ্টা। প্রায় ১০ মিনিট অবস্থান শেষে জিয়া উদ্যান ত্যাগ করেন তিনি।  
 
এদিকে মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার কবরের জন্য যে জায়গাটি পরিমাপ করা হয়েছে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে খনন কাজ শুরু হয়নি।
 
‎বিইউ/একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর