রাজধানীর গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বেগম জিয়াকে চন্দ্রিমা উদ্যানে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। তার মরদেহবাহী গাড়ির চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ডিএমপির ঘোষিত রুট অনুযায়ী, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশান–২ এলাকায় নেওয়া হয়।
গুলশানের বাড়ি থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় মরদেহ পৌঁছানো হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুতে সারাদেশে সাত দিনের শোক ঘোষণা করেছে সরকার।
বিজ্ঞাপন
এএইচ




























































































































