বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার জানাজায় আসা মানুষের জন্য গলিতে গলিতে ওজুর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

D
খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার উদ্দেশে ট্রাঙ্কির পানিতে ওযেু করছেন দুই মুসল্লি। ছবি- ঢাকা মেইল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের জন্য গলিতে গলিতে পানির টাঙ্কি স্থাপন করে ওজুর ব্যবস্থা করেছেন বাসিন্দারা। সেখানে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য সারিবদ্ধ হয়ে ওজু করছেন।

‎বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকা লালমাটিয়ায় এমন দৃশ্য দেখা যায়।

D2

‎স্থানীয় বাসিন্দারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে আসা মুসল্লিরা যেন ওজু করা নিয়ে কোনো সমস্যায় না পড়েন, সে জন্য পানির টাঙ্কি স্থাপন করে ওজুর ব্যবস্থা করা হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা বেলাল আহমেদ বলেন, আজকে ভোর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে লাখ লাখ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে এসেছেন। পুরো সংসদ ভবনের আশপাশ মানুষের দাঁড়ানোর জায়গা নাই। 


বিজ্ঞাপন


D3

‎আরেক বাসিন্দা ফজলুল হক বলেন, আজকে ভোর থেকে পুরো সংসদ ভবন ও লালমাটিয়া এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যারা জানাজায় অংশগ্রহণ করতে আসছে, তারা যেন ওজু করা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন, এজন্য পানির টাঙ্কি স্থাপন করা হয়েছে।

‎এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার কয়েক ঘণ্টা আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে গেছে। মূল সড়ক থেকে গলিপথে মানুষ অপেক্ষা করছে জানাজায় অংশ নেওয়ার জন্য।‎

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর