বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের বক্তব্য ও কর্মসূচির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেই সেটা আমরা যারা তার রাজনৈতিক সহযোদ্ধা, তাঁর কর্মী হিসেবে এটা ভাবতেও পারি না।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, ‘যে মানুষটি দেশের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন তাঁর মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতার তৈরি করবে। গণতান্ত্রিক বিশ্বে শূন্যতার সৃষ্টি করবে।’

আরও পড়ুন: পুতুল থেকে খালেদা জিয়া হয়ে ওঠা
দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাইসহ অনেক আত্মীয়-স্বজন হাসপাতালে যান তাকে দেখতে। তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন বলে জানান ডা. জাহিদ।
নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন থেকে পৃথিবীর যাত্রা শেষ করলেন।
বিইউ/এমআই




































