শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থী মারা গেছেন।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম তাসমিয়া। তাঁর বয়স ১৫ বছর। তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৩৫ শতাংশ বার্ন আক্রান্ত হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাসমিয়ার। সেখানেই সকাল আটটার দিকে মারা গেছে।

মৃত তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণি শিক্ষার্থী ছিলেন তাসমিয়া।

বার্ন ইনস্টিটিউটে এ নিয়ে মোট ২০ জনের মৃত্যু হলো। হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত ১৪ জন।


বিজ্ঞাপন


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২২ জন ও সম্মিলিত সামরিক হাসপাতালে একজনসহ মোট ২৩ জন হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় আহত হন শতাধিকেরও বেশি ছাত্র-শিক্ষক।

এর আগে গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। 

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর