শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মধ্যরাতে শাহবাগে মুখোমুখি বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম

শেয়ার করুন:

মধ্যরাতে শাহবাগে মুখোমুখি বিএনপি-জামায়াত
শাহবাগে বিএনপির মিছিল। ছবি: ঢাকা মেইল

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করে স্লোগান দিতে দেখা গেছে।‎

‎দুই দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো শাহবাগ এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।‎


বিজ্ঞাপন


‎পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ রানা বলেন, সব বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Sahbag

‎এদিকে, বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে ‘এই মুহূর্তে খবর এলো, জাতীয়তাবাদ পরিষদ বিজয় হলো’, ‘তারেক জিয়ার কোন সে দল, জাতীয়তাবাদী ছাত্রদল’সহ নানা স্লোগান দিচ্ছেন।

অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি নানা স্লোগান দিতে দেখা গেছে।


বিজ্ঞাপন


ডাকসু নির্বাচনের ফলাফল দেখতে আসা সাধারণ মানুষেরা দুই দলের নেতাকর্মীদের এই মুখোমুখি অবস্থান দেখে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন।

একেএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর