শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবি ক্যাম্পাসে ঘুরছেন বহিরাগতরা!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

DU
ঢাবি ক্যাম্পাসে ঘুরছেন বহিরাগতরা (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরেই ধীরে ধীরে ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করতে থাকে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গণনা চলাকালে এমন পরিস্থিতি দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আভাই) সান্ধ্যকালীন কোর্সের এক শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী- সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং ঢাবি এলাকায় প্রবেশ করতে পারবেন না।


বিজ্ঞাপন


আরও দেখা যায়, ভুয়া সাংবাদিক আইডি কার্ড দিয়েও বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী দেয়াল টপকে ডুকছেন ঢাবি ক্যাম্পাসে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা ডুকেছেন— প্রশ্ন শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা এ ঘটনায় বিভিন্ন মাধ্যমে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রকাশ করছেন।

আব্দুর রহমান আল-ফাহাদ নামে একজন লিখেন, ক্যাম্পাসে ধীরে ধীরে পুলিশের উপস্থিতি কমে যাচ্ছে। 


বিজ্ঞাপন


আইএসএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর