শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদল-ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ কাদেরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম

শেয়ার করুন:

ছাত্রদল-ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ কাদেরের
ছাত্রদল-ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ কাদেরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ অংশগ্রহণকারী সব প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।


বিজ্ঞাপন


আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালো, স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে। তবে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়েছে। কিছু প্রার্থী অভিযোগ করেছেন, তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ১০০ গজের মধ্যে স্লিপ বা টোকেন বিতরণ বন্ধ থাকার কথা থাকলেও সেটা মানা হয়নি। কোথাও কোথাও বিশৃঙ্খল পরিবেশও দেখা গেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে, তাহলে এখনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে।

নিজের প্যানেলের এক প্রার্থী আচরণবিধি ভেঙে প্রচারণা চালাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা হয়ে থাকলে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন। তবে আমরা প্যানেলের সবাইকে সতর্ক করে দিয়েছি। আমার বিশ্বাস, আর কেউ এরকম কিছু করবে না।

তিনি আরও বলেন, শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরও প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে। অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব দায়িত্বপ্রাপ্ত লোকবল থাকার কথা ছিল, তারা তেমনভাবে চোখে পড়ছে না। এটা উদ্বেগজনক। নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।


বিজ্ঞাপন


এদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার।

ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি হল সংসদ পদের জন্য ভোট হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন। ফলে একজন ভোটারকে ডাকসু ও হল মিলিয়ে সর্বমোট ৪১টি ভোট দিতে হচ্ছে।

নির্বাচনে অংশ নিয়েছে অন্তত ১০টি প্যানেল ও কয়েক ডজন স্বতন্ত্র প্রার্থী।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর