শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনে মুসাদ্দিককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন রিজওয়ান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচনে মুসাদ্দিককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন রিজওয়ান
ডাকসু নির্বাচনে মুসাদ্দিককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন রিজওয়ান।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগ মুহূর্তে আংশিক প্যানেলের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিজওয়ান মানসুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।


বিজ্ঞাপন


সমর্থন দানকারী রিজওয়ান মানসুরী বলেন, ‘মুসাদ্দিক ভাইয়ের প্রতি সবার আস্থা রয়েছে। তার এবং আমার ইশতেহার ও অনেকগুলো কার্যক্রম প্রায় একই। তাই আমি মনে করেছি, যদি তাকে সমর্থন দিই, বৃহত্তর স্বার্থে আমাদেরই লাভ হবে।’

তিনি আরও বলেন, ‘মুসাদ্দিক ভাইকে সমর্থন জানিয়ে আমি পদত্যাগ করলাম। মুসাদ্দিক ভাইয়ের প্রতি সবার সাপোর্ট রয়েছে, সেই অর্থে আমি দিয়েছি। আমার প্রতি কোনো চাপ প্রয়োগ করা হয়নি, স্বেচ্ছায় আমি এ কাজ করেছি।’

মুসাদ্দিক বলেন, ‘বিভিন্ন সময়ে আমার সঙ্গে তার কথা হয়েছে। পরে সে আমাকে বলেছিল, যদি তার সাপোর্ট পেয়ে যায়, তবে বৃহত্তর অর্থে শিক্ষার্থীরা লাভবান হবে এবং ভালো ফলাফল আসবে। তার আগ্রহের জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

আইএসএস/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর