শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুর ফলাফল ঘিরে ঢাবির গেটে গেটে পুলিশ-র‍্যাব-বিজিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

BGB
ডাকসুর ফলাফল ঘিরে ঢাবির গেটে গেটে পুলিশ-র‍্যাব-বিজিবি। ছবি- ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষা। চলছে ভোট গণনা। 

এসময় ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


শাহবাগ, নীলক্ষেত, ফুলার রোড, দোয়েল চত্বরসহ বিশ্ববিদ্যালয়ের সব গেটেই চোখে পড়ছে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান। পাশাপাশি র‍্যাব ও বিজিবির টহলও জোরদার করা হয়েছে।

BGB 

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানাচ্ছেন, শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে তারা কোনো বাধা দিচ্ছেন না। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, গেটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা দেখতে একটু চাপা উত্তেজনা অনুভূত হচ্ছে। 


বিজ্ঞাপন


তবে অধিকাংশ শিক্ষার্থীই আশা করছেন, শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা হবে এবং সবার গ্রহণযোগ্যতার মধ্য দিয়েই ডাকসুর নতুন নেতৃত্ব গড়ে উঠবে।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর