ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে, বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। আর হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি হলে ১৩টি করে পদে ভোট হচ্ছে। সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হচ্ছে ৪১টি ভোট।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, শুরুতে ৭১০টি বুথ ছিল ৮টি কেন্দ্রে। পরে বুথ সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৮১০টি। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট কিংবা বিরক্তি যেন না হয়, সে বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা ভোট দিতে ভোর থেকেই কেন্দ্রে হাজির হয়েছেন। অনেক কেন্দ্রে দেখা গেছে লম্বা লাইন। শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, বহুদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।
একজন শিক্ষার্থী জানান, ‘ডাকসু মানে আমাদের প্রতিনিধিত্ব, আমাদের কণ্ঠস্বর। তাই ভোটটা খুব গুরুত্ব দিয়ে দিয়েছি।’ অন্য এক শিক্ষার্থী বলেন, ‘ভোরে উঠে এসেছি ভোট দিতে। কাকে ভোট দেব সেটা আগেই ঠিক করেছি। যারা আমাদের পাশে ছিল, তাদেরকেই মূল্যায়ন করব।’
নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, পুরো নির্বাচন ঘিরে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য। এছাড়াও রয়েছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত বাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। কোনো ধরনের শঙ্কা নেই।’
প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দিনের শেষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে বলেই তারা আশা করছেন।
এইউ






















































































































