শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোট গণনায় মেনিপুলেটের চেষ্টা হলে সম্মিলিতভাবে মোকাবেলা: আবিদুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

Abidul Islam
ভোটে কারচুপির অভিযোগ আবিদুলের 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি। ভোট গণনায় মেনিপুলেট করার চেষ্টা হলে, সেটাকে সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।’  

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর আবিদুল এসব বলেন। আবিদুল বলেন, ‘আমরা পোলিং এজেন্ট দিতে পারিনি। অথচ জামায়াত-শিবির ক্যাম্পাসে তাদের নেতাদের দিয়ে পূর্ণ করে রেখেছে।’


বিজ্ঞাপন


এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ছাত্রদলে সমর্থিত এই প্রার্থী। 

আবিদুল বলেন, নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।’

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর