ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলার কথা থাকলেও ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট শুরু হয় সকাল ৮টা ২০ মিনিটে।
নির্বাচন কমিশনার ড. মারুফ জানান, কেন্দ্রের কিছু কার্যক্রম শেষ করতে সময় লাগায় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়। তবে এই বিলম্ব পুষিয়ে নিতে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত ভোট চলবে। ভোট শুরুর আগে গণমাধ্যম ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
বিজ্ঞাপন
সহকারী প্রক্টর জাকিয়া আহমেদ ঝুমা বলেন, মেয়েদের হলগুলো কেন্দ্র থেকে একটু দূরে হওয়ায় ভোটাররা সময়মতো আসেননি।
তবে সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র— সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রের সামনে কবি সুফিয়া কামাল হলের ভোটারদের দীর্ঘ লাইন, উপচেপড়া ভিড়।
প্রথমবার ডাকসু ভোট দিতে আসা ওই হলের শিক্ষার্থী তানঝুমা বলেন, গত কয়েকদিন ধরে মন ভালো লাগছিল। প্রতিদিন কয়েকজন প্রার্থী এসে ভোট ও দোয়া চাইতেন। তখন মনে হয়েছে ভোট দেওয়া আমার দায়িত্ব। তাই সকাল সাড়ে ৭টায় এসে লাইনে দাঁড়িয়েছি।
সকাল ৯টার দিকে কয়েকজন প্রার্থী এসে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলসহ মোট ভোটার সংখ্যা ৪৪৪৩ জন।
বিজ্ঞাপন
এএইচ/এফএ






















































































































