বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর এখন চলছে গণনা। তবে এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদলসহ স্বতন্ত্র প্যানেলগুলো। ভোট গণনার সময় ঢাবি ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। এ সময় নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।
এই অবস্থায় ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। থমথমে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় বিভিন্ন দলের নেতাকর্মীসহ উৎসুক জনতা ভিড় করেছে।
বিজ্ঞাপন
ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। কিন্তু তারও আগে থেকে শাহবাগে অবস্থান নেয় শত শত মানুষ। তারা ফলাফল জানার অপেক্ষায় রয়েছে।
এদিকে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি। ভোট গণনায় মেনিপুলেট করার চেষ্টা হলে, সেটাকে সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।’

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর আবিদুল সাংবাদিকদের বলেন, ‘আমরা পোলিং এজেন্ট দিতে পারিনি। অথচ জামায়াত-শিবির ক্যাম্পাসে তাদের নেতাদের দিয়ে পূর্ণ করে রেখেছে।’
বিজ্ঞাপন
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ছাত্রদলে সমর্থিত এই প্রার্থী।
আবিদুল বলেন, নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।’
জেবি






















































































































