শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটকেন্দ্রে লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ এএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটকেন্দ্রে লম্বা লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীরা সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও তার অনেক আগে থেকেই বিভিন্ন হলে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভোটারদের।

প্রত্যাশিত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অধিকাংশ ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে প্রথম থেকেই ভোটদানের হার ছিল চোখে পড়ার মতো। একাধিক কেন্দ্রে দেখা গেছে, ভোটাররা ধৈর্য সহকারে লাইনে অপেক্ষা করছেন। অনেকে বলেছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হওয়ায় তারা ভোট বিষয়ে উচ্ছ্বসিত।


বিজ্ঞাপন


প্রার্থী ও সমর্থকরাও সকাল থেকে সক্রিয় ছিলেন। বিভিন্ন হলে ও ক্যাম্পাস এলাকায় পোস্টার, ব্যানার ও স্লোগানের মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরেন। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।

এদিকে ভোট শেষ হবে বিকেল ৪টায়। এরপর গণনা শুরু হবে এবং রাতেই ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর