শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পর্যবেক্ষক টিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পর্যবেক্ষক টিম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পর্যবেক্ষক টিম।

নির্ধারিত সময় সকাল আটটা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। অভিযোগ,  পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ভোট। তবে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরমধ্যেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাবির কলা ভবনের সামনে (বটতলাতে) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্মেলনে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞাপন


নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে ডাকসুতে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর