শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির চারপাশে জামায়াত-শিবির, প্রক্টরকে জানালেন ছাত্রদল সভাপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

ঢাবির চারপাশে জামায়াত-শিবির, প্রক্টরকে ফোন দিয়ে বললেন ছাত্রদল সভাপতি
ঢাবির চারপাশে জামায়াত-শিবির, প্রক্টরকে ফোন দিয়ে বললেন ছাত্রদল সভাপতি।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হতেই আশপাশের এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আনাগোনা বাড়তে থাকে। ক্যাম্পাসে প্রবেশের সুযোগ না থাকায় তারা শাহবাগ, নীলক্ষেত, পলাশী, চানখারপুল এলাকায় ব্যারিকেডের বাইরে অবস্থান করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ চারপাশে জড়ো লোকজন জামায়াত-শিবিরের। এ নিয়ে ঢাবির প্রক্টরকে ফোন করে অভিযোগও করেছেন এই ছাত্রনেতা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে রাকিব এই অভিযোগ করেন।


বিজ্ঞাপন


প্রক্টরকে ফোনে তিনি বলেন, ভোটগ্রহণ চলার সময় থেকে চারপাশে জামায়াত-শিবিরের লোকজন জড়ো হয়েছে। এটা তো জামায়াত-শিবিরের ভোট না। এরা কেন আসবে?’

অবশ্য শাহবাগসহ আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে।

অপরপ্রান্ত থেকে এ বিষয়ে জানেন না এমনটা বলা হলে ছাত্রদল সভাপতি বলেন, আপনারা যদি এটা না জানেন তাহলে কীভাবে হবে? নির্বাচন নিয়ে তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা নিলেন আপনারা। আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতে চাই। কারণ কোনো ধরনের যদি অস্থিতিশীল অবস্থার তৈরি হয় তার দায় কিন্তু আপনার আর ভিসি স্যারকে নিতে হবে।

পরে নির্দিষ্ট জায়গার কথা বলা হলে ছাত্রদল সভাপতি বলেন, আমরা অপেক্ষা করতেছি। ভিসি স্যার যখন যেখানে সময় দেবে আমরা আসতে পারবো।


বিজ্ঞাপন


এরপর সিনেট ভবনে ঢাবির উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রদল নেতারা।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর