ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে সহকারী প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এতে টিএসসি এলাকায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
ছাত্রদলের অভিযোগ, টিএসসিতে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী কর্মকর্তারা কাজ করছেন। তাদের লিফলেট বিতরণের সুযোগ দেওয়া হলেও ছাত্রদলের নেতাকর্মীদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ডাকসুর জিএস প্রার্থী তানভীর বারী হামিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানসহ কয়েকজন শিক্ষক।
বিতণ্ডার সময় ছাত্রদল নেতারা ‘শিবির ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে নাছির উদ্দিন নাছির হাতে থাকা শিবিরের লিফলেট তুলে ধরে বলেন, এটি নিতে পারলে ছাত্রদলেরটা কেন দেওয়া যাবে না?
ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, শিবির বা অন্য সংগঠন যদি বুথের কাছে লিফলেট বিলি করতে পারে, আমাদের ক্ষেত্রে কেন বাধা দেওয়া হচ্ছে? সহকারী প্রক্টর বলেছেন, ছাত্রদল নাকি সবচেয়ে বেশি দিয়েছে, অন্যরা কম দিয়েছে। আমি বলেছি, নিয়ম থাকলে সবাই দেবে, না থাকলে কেউ দেবে না। দায়িত্ব যদি নিরপেক্ষভাবে পালন না করেন, তবে পদত্যাগ করুন। নির্বাচন কিন্তু চলবে।
এএইচ/এআর






















































































































