ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গড়ে ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
টিএসসি কেন্দ্র
বিজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট পড়েছে ৩৫ শতাংশ। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। বিভিন্ন বুথ মিলিয়ে গড় হিসেবে প্রায় ২ হাজার ২৮০ ভোট পড়েছে।
ভূতত্ত্ব বিভাগের কেন্দ্র
কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে সকাল ৮টা ২০ থেকে বেলা ১১টা ২০ পর্যন্ত ৩ ঘণ্টায় প্রায় ৪৫ শতাংশ ভোট পড়েছে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র
বিজ্ঞাপন
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৪৬টি ভোট পড়েছে, যা কেন্দ্রটির মোট ভোটারের ২৬ শতাংশ। শামসুন নাহার হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন।
কার্জন হল কেন্দ্র
কার্জন হল কেন্দ্রে ৪০০-এর বেশি ভোট পড়েছে। এর অর্থ, প্রথম দুই ঘণ্টায় এই দুই কেন্দ্রে ভোট পড়েছে হাজারের বেশি।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে তিন ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সংখ্যক ভোট পড়েছে। উদয়ন স্কুল কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ভোটার সংখ্যা ১ হাজার ৪৯৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ৭৫৩ জন, শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৬০৯ জন ও কবি জসীম উদ্দীন হলের ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮ জন।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। অন্য বারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা।
এএসএল/এআর






















































































































