শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাতভর শাহবাগে স্লোগানে— ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

শেয়ার করুন:

রাতভর শাহবাগে স্লোগানে— ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’
রাতভর শাহবাগে স্লোগানে— ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই এগিয়ে ছিলেন। এই তথ্য ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় দেখা গেছে উল্লাসে ফেটে পড়া শিবির-সমর্থকদের জমায়েত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার পর থেকেই শিবির-সমর্থকেরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় শোনা যায়, ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’, ‘তুমিও জানো, আমিও জানি, এসএম ফরহাদ বাংলাদেশি’, ‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম ডাকসুর ভিপি’সহ বিভিন্ন স্লোগান। 


বিজ্ঞাপন


স্লোগানগুলোতে ভেসে ওঠে জাতীয় পরিচয়, ভাষা ও ঐতিহ্যের প্রতি একধরনের আবেগপূর্ণ আহ্বান এবং ভিপি প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট করার চেষ্টা।

সরেজমিনে দেখা গেছে, শিবিরের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড ছাড়াই মৌখিক স্লোগান দিয়ে শাহবাগ মোড় ঘিরে রেখেছেন। কেউ কেউ হাতে তুলে নিয়েছেন জাতীয় পতাকা। তারা সাদিক কায়েমের সম্ভাব্য বিজয়কে ‘দেশপ্রেমিক শক্তির উত্থান’ হিসেবেও ব্যাখ্যা করছেন।

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক কর্মী বলেন, আমরা দুপুর থেকেই ফলাফলের অপেক্ষায় রয়েছি। ধৈর্য ধরেই বসে আছি। আমাদের বিশ্বাস, ডাকসুর তিনটি শীর্ষ পদেই আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন। এই জয় শুধু ক্যাম্পাস নয়, জাতীয় রাজনীতিতেও ইতিবাচক বার্তা দেবে।

এদিকে ভিপি প্রার্থী সাদিক কায়েমের প্যানেলের বিজয় নিশ্চিত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় শাহবাগে ভিড় বাড়তে থাকে। পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য সতর্ক অবস্থান নেয়। তবে রাতভর স্লোগান চললেও, কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, বুধবার সকালে ঘোষিত ফলাফল অনুযায়ী সর্বমোট ২৮টি পদের মধ্যে অন্তত ২৩টিতে বিজয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এর মধ্যে ৯টি সম্পাদকীয় পদে বিপুল ব্যবধানে জয়ে হয়েছে শিবিরের প্রার্থীরা।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর