শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনেট ভবনে ডাকসুর ফল ঘোষণার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম

শেয়ার করুন:

DU3
সিনেট ভবনে চলছে প্রস্তুতি। ছবি: সংগৃহীত

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। দিনভর ভোটগ্রহণ শেষে ইতোমধ্যে ফল গণনাও শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইতোমধ্যে ঢাবির নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেই প্রস্তুতি শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার পরই সিনেট ভবনে প্রস্তুতি শুরু হয়। সেখানে শিক্ষার্থী ও সাংবাদিকরা জড়ো হয়েছেন। ধারণা করা হচ্ছে রাত ১২টার পরপর ফলাফল ঘোষণা হতে পারে। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সেই ইঙ্গিত দিয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি নির্বাচনে ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। ১৪টি মেশিনে এসব ব্যালট গোনা হয়। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় পাঁচ হাজার, কোনোটির আট হাজার পাতা।

মেশিনে গণনার সঙ্গে মিল আছে কি না, তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের এজেন্টরা। এরপর পুরোদমে ভোট গণনা চলে। 

এদিকে এখনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর