শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনে কঠোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচনে কঠোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু সম্পাদন নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোট শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে চেকপোস্ট বসানো, মোড়ে মোড়ে পুলিশ ও বিজিবি মোতায়েন এবং টিএসসি এলাকায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপনসহ বহুমুখী তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিরাপত্তা তদারকির জন্য টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন কার্যকর করেছে। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে। চালক ও যাত্রীদের এসব এলাকা এবং সংলগ্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারী যানবাহন এ নিয়ন্ত্রণের বাইরে থাকবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর