শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

ডাকসু প্রার্থীর জন্য শুভেচ্ছা পাকিস্তান তারকা ক্রিকেটারের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের)। 

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি  ভোটকেন্দ্রে গিয়ে এমন অভিযোগ করেন।


বিজ্ঞাপন


এবি জুবায়ের বলেন, আচরণবিধি লঙ্ঘনের চরমসীমায় পৌঁছে গেছি আমরা। প্রচারণা যেখানে ৭ তারিখে শেষ হয়ে গেছে সেখানে ভোটের দিন আজও প্রচারপত্র বিলি করা হচ্ছে। ছাত্রদলসহ বেশ কিছু দল এসব প্রচারণা করছে। আচরণনীতিতে স্পষ্ট বলা আছে, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো যাবে না। সেখানে তারা দলীয় প্রার্থীদের ছবিসহ লিফলেট বিতরণ করছে।

তিনি আরও বলেন, ভোটের দিন সকালেই এমন ঘটনায় আমরা শংকিত। বিকেল ৫টা পর্যন্ত তারা কী করবে বুঝতে পারছি না। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় প্রশাসনকে বলব নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। 

তিনি অভিযোগ করে বলেন, শুধু ১০০ মিটারের মধ্যে নয় ভোটারদের লাইনে গিয়ে লিফলেট বিতরণ করছে ছাত্রদল। এমন ঘটনায়ও প্রশাসন নিশ্চুপ বসে আছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে একযোগে সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর