শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুর ফল ঘোষণায় বিলম্ব কেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ এএম

শেয়ার করুন:

DU3
সিনেট ভবনে শত শত শিক্ষার্থী অবস্থান করছেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে দেওয়ার কথা থাকলেও রাত ১টায়ও সেই ফল ঘোষণা করা হয়নি। কয়েক ঘণ্টা ধরে হাজার হাজার উৎসুক জনতা এবং গোটা দেশবাসী অপেক্ষায় থাকলেও ফলাফল জানতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ করছেন।

তবে সূত্রের খবর, ডাকসু নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। দল দুটির হাজার হাজার নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছেন। ফলাফল ঘোষণা করলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিজ্ঞাপন


এদিকে ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও কথা বলেন দুই দলের নেতাদের সঙ্গে।

DD

সূত্র জানায়, উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেন দুই দলের নেতাদের সঙ্গে। পরিস্থিতি যেন সহিংস রূপ না নেয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করতেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। 

উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক শামীম রেজা ফলাফল প্রকাশে বিলম্ব সম্পর্কে রাতে সাংবাদিকদের জানান, প্রযুক্তিগত কারণেই ভোট গণনায় কিছুটা সময় লাগছে। তিনি বলেন, এক কেন্দ্রে গণনা শেষ হলে সেখান থেকে মেশিন এনে অন্য কেন্দ্রে ভোট গণনা তরান্বিত করার চেষ্টা করছি আমরা।


বিজ্ঞাপন


এদিকে ঢাবির নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফলাফল ঘোষণার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাত ১১টার পরই সিনেট ভবনে সেই প্রস্তুতি শুরু হয়। সেখানে শিক্ষার্থী ও সাংবাদিকরা জড়ো হয়েছেন। 
এর আগে রাত ১২টার মধ্যে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। 

Sahbag

প্রতিনিধি নির্বাচনে ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। ১৪টি মেশিনে এসব ব্যালট গোনা হয়। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় পাঁচ হাজার, কোনোটির আট হাজার পাতা। মেশিনে গণনার সঙ্গে মিল আছে কি না, তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের এজেন্টরা। এরপর পুরোদমে ভোট গণনা চলে। 

এদিকে এখনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর