শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিপি পদপ্রার্থী খালিদের চার অসমাপ্ত কাজ নির্বাচিতদের প্রতি অর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

Jamal Uddin Khalid
জামালুদ্দীন মুহাম্মদ খালিদ (ফাইল ছবি)

সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নিজের চারটি অসমাপ্ত কাজ নির্বাচিতদের প্রতি অর্পণ করেছেন তিনি।
 
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খালিদ এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে খালিদ লেখেন, ‘আল্লাহ তাআলা আপনাদের ইনসাফের সঙ্গে কাজ করার তাওফিক দিন। আমার চারটা অসমাপ্ত কাজ ছিল, সেগুলোর দায়িত্ব আপনাদের দিয়ে যাচ্ছি।’
নির্বাচিতদের প্রতি খালিদ যেসব বিষয় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, তা হলো:


বিজ্ঞাপন


১. হিজাবোফোবিয়া বিষয়ক ডকুমেন্টেশন: তিন বছরের পরিশ্রমে তৈরি হওয়া ঐতিহাসিক দলিলপত্র যেন সর্বোচ্চভাবে কাজে লাগানো হয়।
২. নারী শিক্ষার্থীদের অধিকার: গর্ভধারণকালে উপস্থিতির হার কমানো, মাতৃত্বকালীন ছুটি ও ডে-কেয়ার সুবিধা সংক্রান্ত প্রস্তাবনা সিন্ডিকেটে এখনো অনুমোদিত হয়নি; হাজারো নারী শিক্ষার্থী অপেক্ষায় আছে। 
৩. রেজিস্ট্রার ভবন ডিজিটালাইজেশন: অনুমোদনপ্রাপ্ত ‘বৃত্ত অ্যাপ’ কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত করা হচ্ছে না। বিষয়টি দ্রুত বাস্তবায়নে সমন্বয় করে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
৪. মৈত্রী ও বঙ্গমাতা হলের বাস বরাদ্দ: বরাদ্দকৃত বাস দ্রুত গ্রহণ করে কেবল নির্দিষ্ট রুটেই চালু রাখার অনুরোধ করেন।

মুহাম্মদ খালিদ বলেন, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালিদ আরও বলেন, “আমার উপর যারা বিশ্বাস রেখেছিলেন, তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের প্রত্যাশা যারা করেছিলেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। দীর্ঘদিন ধরে এক্টিভিজম থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা ছিল। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ কিছু বিশ্বাসঘাতকতায় আমি ভীষণভাবে বিধ্বস্ত। আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, জামালুদ্দীন মুহাম্মদ খালিদ ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচন করেন। এতে তিনি ৫০৩ ভোট পান। 

এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর