শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনের ব্যালট বক্স আনুষ্ঠানিকভাবে সিলগালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচনের ব্যালট বক্স আনুষ্ঠানিকভাবে সিলগালা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ব্যালট বক্স সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে খোলা ও আনুষ্ঠানিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেট কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রব্বানীর উপস্থিতিতে বিষয়টি তত্ত্বাবধান করা হয়।


বিজ্ঞাপন


এসময় রিটার্নিং কর্মকর্তা রব্বানী বলেন, দুটি বাক্সের মধ্যে কিছুই নেই, সম্পূর্ণ খালি। আপনাদের উপস্থিতিতে এখন সিলগালা করে দেওয়া হলো। এখানে বড় বাক্সটা হচ্ছে ডাকসুর জন্য এবং ছোটো বাক্সটা হচ্ছে হলের জন্য। হলের জন্য ১টি ব্যালট প্যাপার, ডাকসুর জন্য ৫টি ব্যালট পেপার জমা দিবে ভোটাররা। আমাদের সারাদিনে বাক্স পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। একেবারে বিকেলে ভোট গ্রহণ শেষ করে গণনার সময় খোলা হবে।

আইএসএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর